লাইভ স্ট্রিমিংয়ে দুই স্ত্রীর সঙ্গে সেক্স, উপার্জন লক্ষ টাকা, গ্রেফতার যুবক
নিজস্ব প্রতিবেদন: দুই স্ত্রীর সঙ্গে সঙ্গমকালে লাইভ স্ট্রিমিং! তা থেকে আসত লক্ষ লক্ষ টাকা। তবে শেষে পুলিসের হাত থেকে বাঁচতে পারল না ২৪ বছরের যুবক। মধ্যপ্রদেশের বিদিশা তাকে গ্রেফতার করেছে পুলিস।
ওই ব্যক্তির প্রথম স্ত্রীর কোনও সমস্যা নেই। তবে আপত্তি করেন দ্বিতীয় স্ত্রী। তিনিই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিস ওই যুবককে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, প্রথম স্ত্রীকে টাকার লোভ দেখিয়েছিল ওই যুবক। ডেটিং অ্যাপের মাধ্যমে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আলাপ হয়েছিল। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। ধার্মিক প্রকৃতির। ৭ মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রী আর স্বামীর এমন কর্মকাণ্ড মেনে নিতে পারেননি।
ধর্ষণ, অশ্লীল মেসেজ ছড়ানো ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকার গয়না, দামি ফোন উদ্ধার করেছে পুলিস। অভিযোগ স্বীকার করেছে সে।
ওই যুবক দশম শ্রেণি পর্যন্ত পড়াশুনো করলেও প্রযুক্তির ব্যবহারে দক্ষ। লাইভ স্ট্রিমিংয়ে দুই স্ত্রীর সঙ্গে সেক্স করে সে আয় করত। প্রতিদিন তার আয় হতো ৩ থেকে ৪ হাজার টাকা। পুলিস জানিয়েছে, মুখ দেখানো ও না-দেখানোর আলাদা টাকা লাগে।