আপনার গোপন তথ্য রক্ষায় সাধারণ আধারের চেয়ে আরও নিরাপদ PVC কার্ড
নিজস্ব প্রতিবেদন: আধার নতুন নিরাপদ কার্ড নিয়ে এসেছে। যাকে বলা হচ্ছে PVC কার্ড। দুটো কার্ড একেবারেই আলাদা নয়। বহন করার জন্যও সুবিধাজক আকার করা হয়েছে আধার PVC কার্ডের।
আধার PVC কার্ড কী?
এই কার্ডে থাকছে QR কোড সঙ্গে ফোটো, ডেমোগ্রাফিক তথ্যের সঙ্গে মাল্টিপেল সিকিউরিটি ফিচার থাকছে। uidai.gov.in এ যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। সাইটে গিয়েছে আধার নম্বর, ভার্চুয়াল আইডি ও এনরোলমেন্ট আইডি দিয়ে আধার PVC কার্ডের জন্য নথিভুক্ত করতে হবে। যার জন্য চার্জ লাগবে ৫০ টাকা। আপনার বাড়ির ঠিকানায় স্পিড পোস্ট মারফত পৌঁছে যাবে আধার PVC কার্ড।
কী কী ফিচার থাকবে আধার PVC কার্ডে?
QR কোড হলোগ্রাম ম্যাক্রো টেকস্ট ঘোস্ট ইমেজ ইস্যু ডেট এবং প্রিন্টের তারিখ Guilloche প্যার্টান আধার লোগো
কীভাবে পেমেন্ট করবেন PVC কার্ডের জন্য?
ক্রেডিট, ডেবিট ও নেট ব্যঙ্কিং, ইউ পি আই মারফত PVC কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
আবেদন করার পর আপনার রেজিস্টার করা ফোন নম্বরে OTP আসবে।
জানা গিয়েছে, যেভাবে আধার নম্বর নিয়ে জালিয়াতি শুরু হয়েছে, আপনার কাছে যদি আধার PVC কার্ড থাকে, তাহলে এই জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে পারেন।