Digha: দিঘায় মত্স্যজীবীদের জালে বিরল প্রজাতির শঙ্কর মাছ!
কিরণ মান্না: দাম উঠল লক্ষাধিক টাকা! মত্স্যজীবীদের জালে এবার বিরল প্রজাতি শঙ্কর মাছ। বিশালাকৃতির সেই মাছ দেখতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ভিড উপচে পড়ল দিঘা মোহনায়।
সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আর নেই। ইলিশ ধরতে ফের সমুদ্রে পাড়ি দিয়েছে মত্স্যজীবীদের ট্রলার।
দীঘার মোহনায় মত্স্যজীবীদের জালে মাঝেমধ্যেই ধরা পড়ে বড় মাছ। বেশিরভাগই অবশ্য় তেলিয়া ভোলা।
এবার যে মাছটি ধরা পড়েছে, সেটি গভীর জলের। উপকূলের কাছে বা অগভীর জলে মেলে না সচরাচর।
শঙ্কর প্রজাতির মাছ এখন বিরল। এই মাছ অত্যন্ত সুস্বাদু।
এদিন দিঘায় মোহনা পাওয়া গেল সেই শঙ্কর মাছ-ই।
৩০০ কেজি ওজনের মাছটি বিক্রিও হয়ে গেল লক্ষাধিক টাকায়।