#উৎসব: পা ভেজানো জলে ভাসছে সারিসারি কাঠামো! বিসর্জনের পর দূষণে রিক্ত নদী
নিজস্ব প্রতিবেদন: চারদিনের 'পুজো' শেষ। পা ভেজানো জলে এখন ভাসছে সারিসারি কাঠামো। বিসর্জনের পর দুষণের এমনই ভয়াবহ ছবি ধরা পড়ল শিলিগুড়ির অদূরে সাহুনদীতে।
কোভিডের আতঙ্ক ছিল। উৎসবের মরশুমে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। পুজোর সময়ে কিন্তু মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছিল।
দশমীর পরেও পুজোর আনন্দে ভাঁটা পড়েনি। বরং ত্রয়োদশীতেও রাজ্যের বিভিন্ন প্রান্তে চলল প্রতিমা নিরঞ্জন।
শিলিগুড়ির মহানন্দা নদীতে দূষণ রোধে তৎপর প্রশাসন। ফুল-সহ পুজোর সামগ্রী যেমন সরাসরি নদীতে ফেলতে দেওয়া হচ্ছে না, তেমনি প্রতিমা নিরঞ্জনের পর সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নেওয়া হচ্ছে কাঠামো। এমনকী, হোস পাইপের জলে প্রতিমা গলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মূল শহর থেকে খানিক দূরে রয়েছে আরও একটি নদী। প্রতিবারের মতো এবারও বহু ক্লাব, এমনকী বাড়ির পুজোর প্রতিমা বিসর্জন হয়েছে বৈকুণ্ঠ জঙ্গল লাগোয়া সাহুনদীতে।
প্রশাসনের অনুমতি নিয়ে চলছে বিসর্জন। কিন্তু দূষণ ঠেকাবে কে? টলটলে জলে এখন ভেসে চলেছে একের এক কাঠামো। নদীর এই জরাজীর্ণ অবস্থা দেখে আঁতকে উঠেছেন অনেকেই।
অথচ সাহুনদীতে যখন প্রতিমা নিরঞ্জন হচ্ছিল, তখন কিন্তু ঘাটে পুলিস মোতায়েন ছিল। প্রশ্ন উঠেছে, নিয়ম কড়াকড়ি কি শুধুমাত্র শহরের মধ্যে নিয়ে বয়ে চলা নদীর জন্যই?