বাংলা গানে কাজী নজরুল ইসলামকে স্মরণ তামিল ডাক্তারের
পেশায় তিনি হোমিওপ্যাথি ডাক্তার। তামিলনাড়ুর মানুষ হলেও কলকাতাই তাঁর ঠিকানা। বাংলা ও বাংলা ভাষার সঙ্গে তাঁর আত্মিক যোগ। বাংলা ও বাঙালির সংস্কৃতির সঙ্গে তিনি যেন মিলেমিশে গিয়েছেন। সেই সূত্রে রবীন্দ্রনাথ, নজরুলের প্রতি তাঁর টানও সেই ছোট থেকেই।
এর আগে রবীন্দ্রনাথের উপহার, চিত্ত যেথা ভয়শূন্য-র মতো সৃষ্টি নিয়ে তিনি গান বেঁধেছেন। ড. মদন মোহন রাজ এবার কাজী নজরুলের স্মৃতিচারণে উদ্যোগী হয়েছেন। মাতৃভাষা তামিল হলেও বাংলার কবির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের চেষ্টা করেছেন তিনি।
'আজ সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটিকে গানের আকার দিয়ে কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণ করেছেন এই তামিল ডাক্তার। কাজী নজরুল ইসলাম এই কবিতা লিখেছেন কারাগারে থাকাকালীন। ভিডিও লিঙ্ক- https://youtu.be/7-P89i8mZTI
এর আগেও বাংলা ও তামিল ভাষায় একাধিক গানের ভিডিয়ো তৈরি করেছেন ড.মদন মোহন রাজ। কিন্তু কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এই প্রথম।
কারাগারে বন্দিদশা কাটানোর সময় লেখা কবিতা 'আজ সৃষ্টি সুখের উল্লাসে' কাজী নজরুল ইসলামের অন্যতম সেরা সৃষ্টি হিসাবে বাঙালির মনে জায়গা করে নিয়েছে।