Road Block: সপ্তাহের প্রথম কাজের দিনেই বন্ধ বিবি গাঙ্গুলী স্ট্রিট, ভোগান্তি মানুষের
অয়ন ঘোষাল: ৩০৯ নম্বর বি বি গাঙ্গুলী স্ট্রিটের ব্যস্ত রাস্তায়, লালবাজার থেকে সামান্য দুরত্বে একটি প্রাচীন শিমুল গাছ আড়াআড়ি ভাবে গোড়া থেকে উপড়ে যাওয়ায় সপ্তাহের প্রথম কাজের দিনের ব্যস্ত সময়ে রাস্তা আটকে গিয়ে ভোগান্তি।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বেলা দেড়টা নাগাদ, ফুটপাতে গর্ত খুঁড়ে CESC হাই ভোল্টেজ কেবল পাতার কাজ চলার সময় খুব সম্ভবত মাটি আলগা হয়ে গিয়ে এই বড় গাছের গোড়া খুলে আসে।
সেটি আলগা হয়ে রাস্তার ওপর দিয়ে আড়াআড়ি ভাবে উল্টোদিকের তিনতলা বাড়ির দোতলার বারান্দায় হেলে পরে। এর জেরে ব্যস্ত এই রাস্তায় যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় ট্রাফিক পুলিস।
মিনিট পনেরো বাদে গাছের একদিকে দড়ি বেঁধে এটিকে রাস্তা থেকে কিছুটা তুলে গাড়ি চলাচলের একটা সঙ্কীর্ণ রাস্তা বের করা হয়। সেখান দিয়ে ছোট গাড়ি এক এক করে পার করানো হলেও বাস ও পণ্যবাহী যান বন্ধই থাকে।
এরপর খবর দেওয়া হয় DMG কে। তারা ইলেকট্রিক করাত এনে গাছ কাটে। তখন নিরাপত্তার কারণে ফের বন্ধ করে দেওয়া হয় রাস্তা।