আমির-কন্যার অদ্ভুত ফটোশ্যুট, ইরাকে দেখলে চমকে উঠবেন
গত কয়েক বছর ধরেই একের পর এক তারকা-সন্তানের অভিষেক শুরু হয়েছে বলিউডে। সম্প্রতি 'ধড়ক' ও 'কেদারনাথ'-এর হাত ধরে বিটাউনে প্রবেশ করেছেন বনি-শ্রীদেবী কন্যা জাহ্নবী ও সইফ-অমৃতা কন্যা সারা। অপেক্ষায় রয়েছেন আরও বেশ কিছু তারকা-সন্তান। আমির-কন্যা ইরা খান তাঁদের মধ্যে অন্যতম। (ছবি:ইনস্টাগ্রাম)
ছবিতে অভিষেক না হলেও ইতিমধ্যেই ইরার অনুরাগীর সংখ্যা অগুন্তি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দেখা যায় তাঁকে। (ছবি:ইনস্টাগ্রাম)
কিছুদিন আগেই বিশেষ বন্ধুর সঙ্গে ইরার নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তিনি নিজেই শেয়ার করেছিলেন সেই ভিডিয়ো। (ছবি:ইনস্টাগ্রাম)
কিছুদিন যাবত তিনি মজেছেন ফটোশ্যুটে। আর সেই ফটোশ্যুট বেশ অন্যরকম। ফটোশ্যুটের থিম 'হু আর ইউ'। (ছবি:ইনস্টাগ্রাম)
সম্প্রতি ফটোশ্যুটের প্রথম ছবি রীতিমত ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায়। এবার আরও কয়েকটি ছবি শেয়ার করলেন ইরা। প্রতিটি ছবিতেই একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন আমির-কন্যা। (ছবি:ইনস্টাগ্রাম)