Nitin Desai Funeral: নিতিন দেসাইয়ের শেষযাত্রা, বাবার মরদেহ কাঁধে তুললেন মেয়ে, চোখে জল আমিরের...

Soumita Mukherjee Fri, 04 Aug 2023-9:49 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার কার্জাটে নিজের স্টুডিয়োতেই আত্মহত্যা করেন নিতিন দেসাই। আর্থিক ঋণের দায়েই আত্মহত্যা করেছেন নিতিন এমনটাই প্রাথমিক অনুমান। ২৫২ কোটি টাকা ঋণ রয়েছে তাঁর।

 

তাঁর দুই মেয়ে ও ছেলে আমেরিকা থেকে দেশে ফেরার পরেই শুক্রবার ছিল নিতিনের শেষকৃত্য।

 

চোখের জলে নিতিনকে বিদায় জানালেন পরিবার সহ বলিউডের বিশিষ্টরা। শেষযাত্রায় প্রথা ভেঙে বাবাকে কাঁধে তুললেন মেয়ে।

 

চোখের জলে বন্ধু নিতিনকে বিদায় জানাতে তাঁর শেষকৃত্যে গিয়েছিলেন আমির খান।

 

আমির একা নন, তাঁর সঙ্গে যোধা আকবরের সেট যেখানে শায়িত ছিলেন নিতিন, সেখানেই হাজির ছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর।

 

নিতিনের শেষকৃত্যে হাজির ছিলেন দেবদাসের পরিচালক সঞ্জয় লীলা বনশালিও। পরিচালকের হাম দিল দে চুকে সনম ও দেবদাস ছবির আর্ট ডিরেক্টর ছিলেন নিতিন।

 

এদিন আমির বলেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না যে নিতিন আর নেই। অনেকদিন ধরেই ওর সঙ্গে আমার পরিচয়। ভগবান ওর পরিবারকে সহ্য করার শক্তি দিক।’

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link