`মাই ভ্যালেন্টাইন`, আমিরের ফিটনেস কোচের প্রেমে পাগল Ira
নূপুর শিখরের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করলেন ইরা খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই নূপুরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন আমির-কন্যা। ভালবাসার ছবি শেয়ার করে মনের কথা প্রকাশ করেন ইরা
নূপুর শিখরেকে 'মাই ভ্যালেন্টাইন' বলে সম্মোধন করে বিভিন্ন ছবি শেয়ার করেন ইরা খান। নূপুর এবং ইরার ছবি দেখে অনেকেই তাঁদের ভালবাসা জানাতে শুরু করেন। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই আমির খানের ফিটনেস কোচের সঙ্গে ইরার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। ইরা এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও, তাঁদের বিভিন্ন ছবি ঘিরে আলোচনা শুরু হয়
নূপুর শিখরে এবং ইরা খানের সম্পর্কে শিলমোহর পড়ার পর তাঁদের ভালবাসা জানাতে শুরু করেন ফাতিমা সানা শেখ, করণবীর ভোরা-সহ একাধিক সেলেব।
করোনার জেরে যখন লকডাউন শুরু হয়, সেই সময় আমির খানের বাগান বাড়িতে ইরা এবং নূপুর শিখরে একান্তে সময় কাটাতে শুরু করেন। শোনা যায়, আমিরের ফিটনেস কোচের সঙ্গে ইরা যে সম্পর্কে জড়িয়েছেন, সে বিষয়ে রীনা দত্ত সবকিছু জানেন। যদিও আমির খান কিংবা রীনা দত্তের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি
এদিকে মানসিক অবসাদ নিয়ে সম্প্রতি মুখ খোলেন ইরা খান। তিনি বলেন, মানসিক অবসাদের জেরে তিনি এমন জায়গায় পৌঁছে যান, যেখানে তিনি শুধু কান্নাকাটি করে রাত কাটাতেন। কাজ থেকে ফিরে কাঁদতে কাঁদতে তিনি ঘুমিয়ে পড়তেন বলেও জানান ইরা। এবার নূপুর শিখরের হাত ধরেই কি ইরা খান মানসিক অবসাদের গেরো থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন বলেও অনেকে প্রশ্ন তোলেন