ভারতের মাটিতে পা দিলেন অভিনন্দন, দেখুন ছবিতে
ভারতের মাটিতে পা দিলেন অভিনন্দন বর্তমান। ওয়াঘা সীমান্ত পেরিয়ে দেশে ফিরলেন উইং কমান্ডার।
পাকিস্তানের কাছে কাগজপত্র না থাকায় অভিনন্দনকে ছাড়ার প্রক্রিয়া বিলম্বিত হয়। রাতে তাঁকে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেয় পাকিস্তান। ওয়াঘা দিয়ে ভারতের মাটিতে পা দেন অভিনন্দন বর্তমান।
দেরি হলেও ওয়াঘায় তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন বহু মানুষ। অভিনন্দনকে দেখার পরই ওঠে 'ভারত মাতা কি জয়' স্লোগান। নায়কের মর্যাদায় তাঁকে স্বাগত জানানো হয়।
অভিনন্দন বর্তমানকে অমৃতসর থেকে দিল্লিতে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে বলে খবর।
বায়ুসেনা এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর জানান, মেডিক্যাল পরীক্ষার জন্য অভিনন্দন বর্তমান নিয়ে যাওয়া হচ্ছে। যুদ্ধবিমান থেকে প্যারাস্যুটে নেমেছেন উইং কমান্ডার। সে কারণে তাঁর চিকিত্সার প্রয়োজন।
বুধবার পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে তাড়া করতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে অভিনন্দন বর্তমানের মিগ-২১ বাইসন। প্যারাসুটে অক্ষত অবস্থায় নীচে নামেন উইং কমান্ডার। আটক অভিনন্দনতে ব্যবহার করে ভারতের সঙ্গে দর কষাকষি করার চেষ্টা করেছিল ইসলামাবাদ। কিন্তু নয়াদিল্লি স্পষ্ট জানায়, কোনওরকম শর্ত দেওয়া চলবে না। জেনেভা চুক্তি মেনে মুক্তি দিতে হবে যুদ্ধবিমান চালককে। এরসঙ্গে বিভিন্ন দেশের মাধ্যমে কূটনৈতিক চাপও তৈরি করে ভারত। একইসঙ্গে নয়াদিল্লি প্রমাণ তুলে দেখিয়ে দেয়, ভারতের আকাশে ঢুকে পড়েছিল পাকিস্তানি এফ-১৬। আর তাতে পাকিস্তান চলে যায় আরও ব্যাকফুটে।
কোণঠাসা হয়ে বৃহস্পতিবার পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে ইমরান খান ঘোষণা করতে বাধ্য হন, শান্তির লক্ষ্যে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেবে পাকিস্তান।