অসুস্থ সোনালি বেন্দ্রের সঙ্গে দেখা করতে হাজির ঐশ্বর্য-অভিষেক
ক্যান্সারের জন্য প্রায় ৬ মাস নিউ ইয়র্কে চিকিৎসার জন্য ছিলেন। আপাতত কিছুটা সুস্থ থাকায় দেশে ফিরেছেন। তবে চিকিৎসা এখনও চলছে।
শনিবার রাতে সোনালি বেন্দ্রেকে দেখতে তাঁর জুহুর বাড়িতে পৌঁছন ঐশ্বর্য রাই বচ্চন। এদিন ঐশ্বর্যর পরনে ছিল কালো ক্যাসুয়াল পোশাক।
সোনালির বাড়ি থেকে বের হওয়ার সময় পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন ঐশ্বর্য।
সোনালির বাড়ির সামনে গাড়ি থেকে নামতে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে।
তবে এদিন ঐশ্বর্য রাই বচ্চন একা নয়, তাঁর সঙ্গে সোনালির বাড়িতে যান হাবি অভিষেক বচ্চনও।
সম্প্রতি নিজের ৪৪-এর জন্মদিন সেলিব্রেট করেছেন সোনালি বেন্দ্রে। তবে সেই জন্মদিনের সেলিব্রেশনে উপস্থিত থাকতে পারেননি ঐশ্বর্য। সেসময় তিনি দেশে ছিলেন না।
শনিবার সুজানের সঙ্গে দেখা করতে যান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সুজান খান ও অনু দিওয়ান।