Kunal Ghosh Novel: অভিষেকের হাত ধরে প্রকাশ হল কুণাল ঘোষের ` উপন্যাসসমগ্র প্রথম খন্ড`
কয়েকদিন ধরেই জল্পনা, দলের সঙ্গে কি মনকষাকষি চলছে? কারও ফোন ধরছেন না। সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না কুণাল ঘোষ। জল্পনার অবসান ঘটল শনিবার বিকেলে। -শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায় ও প্রবীর চক্রবর্তী
শনিবার তৃণমূল ভবনে দলের হয়ে সাংবাদিক সম্মেলন করলেন কুণাল ঘোষ। আর এদিনই তাঁর উপন্য়াস সমগ্রের প্রথম খণ্ডের সংকলনও করেন তিনি। -শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায় ও প্রবীর চক্রবর্তী
শনিবার ক্যামাক স্ট্রিটে তাঁর অফিসে কুণাল ঘোষের ৫টি উপন্যাসের সংকলন প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ঘরোয়া ওই অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু, দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল ও আইনজীবী সঞ্জয় বসু। -শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায় ও প্রবীর চক্রবর্তী
ওই সংকলনটিতে রয়েছে ৫টি উপন্যাস। এগুলি হল পূজারীনি, শাস্তির পর, হে বান্ধবী, পথ হারাব বলেই, তখনও সবটা বলিনি। ওই সংকলনটির উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। -শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায় ও প্রবীর চক্রবর্তী
সংকলনটি হাতে তুলে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দেখলেন অভিষেক। তবে এখানেই শেষ নয়। সবার শেষে হল কেক কাটা। নিজের হাতে সেই কেক কুণাল ঘোষকে খাইয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। উপন্যাস সংকলন প্রকাশ অনুষ্ঠানে ছিলেন ব্রাত্য বসু। -শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায় ও প্রবীর চক্রবর্তী