Abhishek Banerjee in Cooch Behar: তৃণমূলে `নবজোয়ার`,কোচবিহারে জনতার ভিড়ে মিশে গেলেন অভিষেক....

Mon, 24 Apr 2023-8:48 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই শুরু তৃণমূলের 'নবজোয়ার' কর্মসূচি। কোচবিহারে পৌঁছলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর মিশে গেলেন জনতার ভিড়ে। আগামিকাল, মঙ্গলবার প্রথম সভা দিনহাটার সাহেবগঞ্জে।

 

 শিয়রে পঞ্চায়েত ভোট।  কাকে প্রার্থী চান? গোপন ব্যালটে এবার মতামত জানাবেন সাধারণ মানুষই।

 

কাকদ্বীপ থেকে কোচবিহার। জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা থেকে এদিন হেলিকপ্টারে কোচবিহারে পৌঁছন অভিষেক। হেলিপ্যাড থেকে পায়ে হেঁটে মদনমোদন মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ জেলার তৃণমূল নেতারা।

অভিষেক বলেন, 'বাংলায় কিছু রাজনৈতিক দল আছে, যাঁরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিভিন্ন জেলা, বিশেষ করে যে শব্দবন্ধ যে ব্যবহার করে উত্তরবঙ্গ। আমি এই শব্দবন্ধটার ঘোর বিরোধী। আমি বলেছি, বাংলায় গৌড়বঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই। কোচবিহার থেকে কাকদ্বীপ একটাই বঙ্গ, সেটা পশ্চিমবঙ্গ'।

এদিকে অভিষেক দেখার জন্য তখন রীতিমতো ভিড় জমে গিয়েছে মদনমোহন মন্দির চত্বরে। যাঁরা এসেছিলেন, তাঁদের নিরাশ করেননি ডায়মন্ড হারবারের সাংসদ।

নিরাপত্তা বেষ্টনীর ভিতর থেকেই সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন অভিষেক। হাত তুলে নমস্কার করতেও দেখা যায় তাঁকে।  

রাতে দিনহাটার বামুনহাটার ক্যাম্পে থাকবেন অভিষেক। আগামীকাল মঙ্গলবার প্রথম সভা সাহেবগঞ্জে। এরপর সভা হবে সিতাইয়ের গোসাইমারি ও শীতলকুচিতেও।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link