ফের কাছাকাছি আবির-পাওলি, সৌজন্যে `তৃতীয় অধ্যায়`
পরিচালক মনোজ মিচিগানের নতুন ছবি 'তৃতীয় অধ্যায়'-এর জন্য ফের একবার জুটি বেঁধেছেন আবির চট্টোপাধ্যায় ও পাওলি দাম জুটি।
এই ছবির জন্য তৃতীয়বার একসঙ্গে দেখা যাবে আবির ও পাওলিকে।
এর আগে 'বেডরুম', 'হোয়াইট মিসচিফ' ছবিতে দেখা গেছে পাওলি ও আবিরকে।
ছবিকে আবিরের চরিত্রের নাম কৌশিক।
পাওলি দামকে দেখা যাবে শ্রেয়ার চরিত্রে।
সম্পর্কের টানাপোড়েন, জটিলতা, রহস্য ঘিরে রয়েছে গোটি ছবিকে। এটিকে রোম্য়ান্টিক থ্রিলার বলছেন ছবির পরিচালক।
ছবির মূল প্রেক্ষাপট ঝড়খণ্ড।
ছবিটি মুক্তির আগেই নাগপুরে আয়োজিত এক্সপ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৮-তে বেস্ট স্ক্রিন প্লে পুরস্কার পেয়েছে।
বঙ্গবাসী মিলাপেও প্রশংসিত হয়েছে ছবিটি।
আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।