ঘূর্ণিঝড় বুলবুল থেকে বাঁচাতে শতাধিক দুর্গতকে আশ্রয় দিল কলকাতা বন্দরের সাগর পাইলট স্টেশন
ঝড়ের রাতে সাগরদ্বীপের গৃহহীন প্রায় ২০০ জন মানুষকে আশ্রয় দিল কলকাতা বন্দরের সাগর পাইলট স্টেশন।
ছবি: মৌমিতা চক্রবর্তী
বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে সৃষ্টি হয়ে এই ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে আসে উত্তর-পূর্ব দিকে। ক্ষয়ক্ষতি আয়লার মতো না হলেও শনিবার সারারাত তাণ্ডব চালায় বুলবুল। পূর্বাভাষ মতোই ৭টা নাগাদ সাগরদ্বীপে আছড়ে পড়ে বুলবুল।
ছবি: মৌমিতা চক্রবর্তী
এর জেরে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। শনিবার সন্ধে ৭টা থেকে ১১টা অবধি ঘণ্টায় ১১০-১২০ কিমি বেগে বুলবুল বয়ে যায় সুন্দরবনের ধানচি জঙ্গল সংলগ্ন অঞ্চল দিয়ে।
ছবি: মৌমিতা চক্রবর্তী
সন্ধে ৭টা নাগাদ প্রবল শক্তি নিয়ে গঙ্গাসাগরে ঢুকে পড়ে ঘূর্ণিঝড় বুলবুল। শুরু হয় তাণ্ডবলীলা। ঝড়ের গতিবেগ ছিল ১০০ থেকে ১২০ কিলোমিটার। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি।
ছবি: মৌমিতা চক্রবর্তী
ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে বাড়ি। চাল উড়ে গিয়েছে। গাছও ভেঙে পড়েছে বেশ কয়েকটি জায়গায়। ঘরছাড়া হয়েছেন বহুমানুষ। তাদেরকেই আশ্রয় দিয়েছে সাগর পাইলট স্টেশন। দেওয়া হয়েছে খাবারও।
ছবি: মৌমিতা চক্রবর্তী