ভেমুলার হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে গেরুয়া সুনামি

Sat, 06 Oct 2018-11:13 pm,

তেলেঙ্গানায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিনই হায়দরাবাদ থেকে সুখবর পেল বিজেপির। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে প্রতিটি প্যানেলেই জয়লাভ করল এবিভিপি। 

 

ছাত্র সংসদের নির্বাচনে সভাপতি পদে জিতেছেন এবিভিপি-র আরতি এন নাগপাল। পেয়েছেন ১৬৬৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবীন কুমার পেয়েছেন ১৩২৯টি ভোট। 

সহ-সভাপতি পদে জিতেছেন এবিভিপি-র অজিত কুমার, সাধারণ সম্পাদক পদে ধীরজ, যুগ্ম সম্পাদক প্রবীণ কুমার, সাংস্কৃতিক সম্পাদক পদে অরবিন্দ ও খেলা সম্পাদক পদে নিখিল। এসএফআই ও ইউডিএ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে দখল করেছে।

শুক্রবার অনুষ্ঠিত হয় ছাত্র সংসদের ভোটগ্রহণ। ৭৫ শতাংশ ছাত্র ভোট দিয়েছিল। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৫০০০ ছাত্র নিজেদের। 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেতার পর হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে বড়সড় জয় পেল এবিভিপি। মাঝে জেএনইউ তারা তেমন ভাল ফল করতে পারেনি।  

প্রসঙ্গত, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলার মৃত্যুর পর চাপের মুখে পড়েছিল বিজেপি। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে গেরুয়া শিবিরের জয়জয়কার নিশ্চিতভাবে বিজেপিকে আত্মবিশ্বাস দেবে।  

আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানায় বিধানসভার ভোটগ্রহণ। তার আগে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জয় নিশ্চিতভাবে শাহ-মোদীর মুখের হাসি আরও চওড়া করবে।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link