ABVP-র মিছিল ঘিরে ধুন্ধুমার, দেখুন গ্যালারি

Arnabangshu Niyogi Mon, 23 Sep 2019-4:36 pm,

যাদবপুর কাণ্ডের রেশ অব্যাহত। ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা শহরময়। 

সোমবার বাবুল নিগ্রহের প্রতিবাদে মিছিল করেন ABVP-র সদস্যরা। আর সেই মিছিল ঘিরেই শুরু হল ধুন্ধুমার। 

সোমবার যাদবপুর অভিযানের ডাক দেয় আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। কথা ছিল মিছিল করে যাদবপুর থানায় গিয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে ডেপুটেশন জমা দেবেন তাঁরা। 

পরিকল্পনা ছিল গোলপার্ক থেকে শুরু হবে মিছিল৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত৷ ঢাকুরিয়া ব্রিজ হয়ে যোধপুর সেলিমপুর ক্রসিং ধরে যাদবপুর অভিমুখে এগোবে মিছিল।

তবে মিছিল আটকানোর ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল আগেই। কুরিয়া ব্রিজ শেষ হতেই স্টিলের অস্থায়ী ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় মিছিল। 

 

এরপরেই শুধু হয় ধুন্ধুমার। গার্ডওয়াল ভাঙার চেষ্টা করে ABVP-র সদস্যরা। একদিকে পুলিস অন্যদিকে মিছিল শুরু হয় স্নায়ু যুদ্ধ। 

সংযত ভাবেই মিছিল থামানোর আবেদন জানানয় পুলিস। ওপর পক্ষ থেকে শুরু হয় ইটবৃষ্টি।

তবে এদিন দুপক্ষই ছিল সাবধানী। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তার দিকে কড়া নজর রাখে পুলিস। 

যদিও দুপক্ষের কেউই নতি স্বীকার করেনি। অবশেষে ব্যারিকেডের এপারেই অবস্থান বিক্ষোভ শুরু করে গেরুয়া শিবির। অন্যদিকে ফিরে যাওয়ার আবেদন জানাতে থাকেন পুলিস। 

শুধু ABVP-ই নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI-র নেতৃত্বে হয় জমায়েত। উপস্থিত হন অন্যান্য ছাত্র সংগঠনও। অধ্যাপকরাও জমায়েতে যোগ দেন। বিশ্ববিদ্যালয় চত্বরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিলেন তাঁরা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link