Deadly Bus Accident: ভয়াবহ! ব্রিজ থেকে বাস সোজা গিয়ে পড়ল নদীতে; কান্না, হাহাকার, মৃত্যু...
উত্তরবঙ্গে বা উত্তরাখণ্ডে এই ধরনের মর্মান্তিক ও ভয়াল দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। আবারও ঘটল। এবার সিকিমে।
শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে রংপোতে বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। রংপোতে একটি খাদে পড়ে যায় বাসটি-- লাভা থানা থেকে এটি জানানো হয়।
ভয়ংকর এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন মারা গিয়েছেন বলে খবর। ১২-১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন? সংখ্যাটি এখনও পরিষ্কার নয়। বাসটিতে স্থানীয় যাত্রী ও তাঁদের সঙ্গে ট্যুরিস্টরাও ছিলেন বলে জানা গিয়েছে।
আপাতত জানা যাচ্ছে, বাসটির ব্রেক ফেল হয়েছিল।
তবে কোনও কোনও মহল মনে করছে, চেকপয়েন্টে কোনও গোলমাল ঘটেছিল। অথবা, বেহাল জাতীয় সড়কের জন্যই এই দুর্ঘটনা।