দ্বিতীয় হুগলি সেতুতে ভয়ঙ্কর দুর্ঘটনা, মাথা কেটে বেরিয়ে গেল ট্রাক চালকের
ভয়ঙ্কর ঘটনা। ট্রাক ও কন্টেনারের সংঘর্ষে মৃত্যু হল ট্রাক চালকের।
শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুর ওপরে হওয়া ওই ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার সকালেও যান চলাচল স্বাভাবিক হয়নি।
এদিন রাতে বিদ্যাসাগর সেতুর ওপরে একটি মালবোঝাই লরি খারাপ হয়ে যায়। চালক লরি থেকে নেমে তা পরীক্ষা করে দেখছিলেন।
লরিটি যখন তিনি পরীক্ষা করছিলেন সেসময় একটি কন্টেনার লরিটিকে পেছন থেকে ধাক্কা মারে।
প্রবল ধাক্কায় লরি চালকের মাথা কেটে বেরিয়ে যায়। আহত হন কন্টেনার চালকও।
নিহত লরি চালকের নাম ত্রিবেনি যাদব(৬৫)। বাড়ি টালিগঞ্জে।