‘নপুংসক নই’, শ্বশুরবাড়িতে নিজের পর্ন ভিডিও পাঠিয়ে দাবি যুবকের!
বিভাবসু আর অনুশা— দু’জনেই হায়দরাবাদের বাসিন্দা। ২০১৬-এ দুই পরিবারে দেখেশুনে এই দু’জনের বিয়ে দেয়। তথ্য: টাইমস অফ ইন্ডিয়া।
কিন্তু দিন পনেরো আগে অনুশা বিবাহবিচ্ছেদের আবেদন জানান। বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে অনুশা জানান, বিভাবসু নপুংসক। তথ্য: টাইমস অফ ইন্ডিয়া।
স্ত্রীর এই অভিযোগ মেনে নিতে পারেননি বিভাবসু। নিজের পুরুষত্বের প্রমাণ দিতে এমন একটা কাণ্ড ঘটালেন তিনি যা রীতিমতো চমকে দিয়েছে সকলকে! তথ্য: টাইমস অফ ইন্ডিয়া।
তিনি নপুংসক নন, স্ত্রীর এই অভিযোগ মিথ্যে— এ কথা প্রমাণের জন্য নিজের পর্ন ভিডিও করে তা শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন বিভাবসু। তথ্য: টাইমস অফ ইন্ডিয়া।
অনুশা ও তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি অপরাধ আইনে গ্রেফতার করা হয়েছে বিভাবসুকে। তথ্য: টাইমস অফ ইন্ডিয়া।