স্ত্রীর পুরুষত্বহীনতার অভিযোগ খণ্ডনে নিজের পর্ন ভিডিও পাঠালেন স্বামী
স্বামীর বিরুদ্ধে পুরুষত্বহীনতার অভিযোগে বিবাহবিচ্ছেদের মামলা ঠুকেছেন স্ত্রী। স্ত্রীকে জবাব দিতে গিয়ে হাজতে হায়দরাবাদের এক যুবক। পুরুষত্ব প্রমাণে নিজের পর্ন শ্যুট করে স্ত্রীর পরিজনদের কাছে পাঠালেন তিনি।
২০১৬ সালে অনুষার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিভাবাসু। দেখাশোনা করেই বিয়ে হয়েছিল তাঁদের।
বিয়ের ১৫ দিন পরেই স্বামীর বিরুদ্ধে পুরুষত্বহীনতার অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদ চান অনুষা।
স্ত্রীর এহেন অভিযোগের পর মানসিকভাবে ভেঙে পড়েন বিভাবাসু। তিনি যে 'পুরুষ' তা অনুষার পরিবারের কাছে প্রমাণ করতে নিলেন চরম পদক্ষেপ।
অন্য একটি মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে বিভাবাসু। তা ক্যামেরাবন্দি করে ভিডিওটি দেখান অনুষার পরিবারকে।
ভারতে পর্ন ভিডিও তোলা দণ্ডনীয় অপরাধ। বিভাবাসুকে গ্রেফতার করেছে পুলিস। তথ্যপ্রযুক্তি আইনে তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও তোলা ও হেনস্থার অভিযোগ আনা হয়েছে।
এই মামলায় সর্বোচ্চ ৩ বছরের হাজতবাস ও ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রয়েছে আইনে।