পাঁচ কোটি টাকার Lamborghini Huracan নিয়ে ঘুরছেন ইমরান হাশমি

Thu, 11 Jul 2019-8:47 pm,

ইটালিয়ান সুপারকার Lamborghini Huracan বাড়িতে নিয়ে এলেন অভিনেতা ইমরান হাশমি। হলুদ রঙের সেই ঝা চকচকে গাড়ি দেখলে যে কোনও গাড়িপ্রেমীর চোখ জুড়িয়ে যাবে। 

Lamborghini-র সুপারকার এন্ট্রি লেভেল মডেল Huracan. ভারতে ২০১৪ সালে লঞ্চ করেছিল এই মডেল। 

এখন অবশ্য Huracan Evo মডেল ভারতে দেখা যায়। দজাম ৩.৭৪ কোটি (এক্স শো-রুম)। ৯  সেকেন্ডে ০-২০০ কিমি গতি তুলতে পারে এই মডেল। সর্বোচ্চ ৩২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে এই সুপারকার। 

Lamborghini Huracan- v10 ইঞ্জিন 610 bhp শক্তিসমৃদ্ধ। ০-১০০ কিমি গতি তুলতে এই সুপারকার-এর সময় লাগবে ৩.৪ সেকেন্ড।ইমরান হাশমির গাড়ির শখ বরাবরের। এর আগে অডি, বিএমডব্লিউ-এর বিভিন্ন মডেল-এর গাড়ি দেখা গিয়েছে তাঁর গ্যারাজে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link