পাঁচ কোটি টাকার Lamborghini Huracan নিয়ে ঘুরছেন ইমরান হাশমি
ইটালিয়ান সুপারকার Lamborghini Huracan বাড়িতে নিয়ে এলেন অভিনেতা ইমরান হাশমি। হলুদ রঙের সেই ঝা চকচকে গাড়ি দেখলে যে কোনও গাড়িপ্রেমীর চোখ জুড়িয়ে যাবে।
Lamborghini-র সুপারকার এন্ট্রি লেভেল মডেল Huracan. ভারতে ২০১৪ সালে লঞ্চ করেছিল এই মডেল।
এখন অবশ্য Huracan Evo মডেল ভারতে দেখা যায়। দজাম ৩.৭৪ কোটি (এক্স শো-রুম)। ৯ সেকেন্ডে ০-২০০ কিমি গতি তুলতে পারে এই মডেল। সর্বোচ্চ ৩২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে এই সুপারকার।
Lamborghini Huracan- v10 ইঞ্জিন 610 bhp শক্তিসমৃদ্ধ। ০-১০০ কিমি গতি তুলতে এই সুপারকার-এর সময় লাগবে ৩.৪ সেকেন্ড।ইমরান হাশমির গাড়ির শখ বরাবরের। এর আগে অডি, বিএমডব্লিউ-এর বিভিন্ন মডেল-এর গাড়ি দেখা গিয়েছে তাঁর গ্যারাজে।