BMC-র বুলডোজারে ভেঙে চুরমার অফিস, পরিদর্শনে গিয়ে মনমরা কঙ্গনা!
বেআইনি নির্মাণের অভিযোগে বুধবারই কঙ্গনা রানাউতের পালি হিল এলাকার অফিসে বুলডোজার চালায় BMC। অফিস ভাঙচুরের ঘটনার পর বৃহস্পতিবার বোন রঙ্গোলি চান্দেলের সঙ্গে নিজের 'মণিকর্ণিকা' অফিসে যান কঙ্গনা।
এদিকে কঙ্গনার আইনজীবীর আবেদনের ভিত্তিতে বুধবারই অফিস ভাঙচুরের উপর স্থগিতাদেশ জারি করেছে বোম্বে হাইকোর্ট। এই মামলার পরবর্তী দিন ২২ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
কঙ্গনার 'মণিকর্ণিকা' অফিস ভাঙার বিষয়ে BMC-আদলতকে জানায়, অফিসটিতে অনুমোদিত পরিকল্পনার বাইরে গিয়ে বেশকিছু নির্মাণ করা হয়েছিল।
আদালত বলে, ''BMC-কি হঠাৎ করেই জেগে উঠেছে? এই ভাঙচুরের কাজ নিয়ম মেনে কেন হয়নি? কঙ্গনা রানাউতকে BMC জবাব দেওয়ার সময় দেওয়া হয়নি।''
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার নিজের সাজানো গোছানো স্বপ্নের অফিসকে এভাবে দেখে কেঁদে ফেলেন কঙ্গনা।
অফিসের বর্তমান পরিস্থিতি ঘুরে দেখার পর, মনমরা হয়ে ১০ মিনিটের মধ্য়ে সেখান থেকে বেরিয়ে যান কঙ্গনা। প্রসঙ্গত, এই অফিসটি বানাতে ৪৮ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন কঙ্গনা রানাউত।
এদিনও কঙ্গনার সঙ্গে নিজের নিরাপত্তারক্ষীর পাশাপাশি ছিল কেন্দ্রের দেওয়া Y+ ক্যাটাগরির নিরাপত্তা। প্রসঙ্গত, কঙ্গনা যাওয়ার আগেই বৃহস্পতিবার মণিকর্ণিকা অফিসে গিয়েছিলেন অভিনেত্রীর দিদি তথা ম্যানেজার রঙ্গোলি চান্দেল।