``সিসিটিভি ফুটেজই প্রমাণ দেবে স্পা তে আমি কী করছিলাম``, মধুচক্রকাণ্ডে বললেন সৌগত

Fri, 16 Oct 2020-8:22 pm,

''এই ঘটনার প্রমাণ একমাত্র দেবে সিসিটিভি ফুটেজ। আমার বিশ্বাস, কলকাতা পুলিস তদন্ত করবে, সত্যিটা বের হবে। সিসিটিভি ফুটেজেই সব প্রমাণ হয়ে যাবে, আমি সেই মুহূর্তে, সেখানে কী অবস্থায় ছিলাম। আমি, আমার পরিবারের তরফে, আমার স্ত্রীর তরফে এই একটা প্রার্থনা করছি।'' মধুচক্রকাণ্ডে ছাড়া পাওয়ার পর এমনটাই বললেন টেলি অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার Zee ২৪ ঘণ্টার ক্যামেরার সামনে নিজের বক্তব্য সামনে আনেন অভিনেতা।

সৌগতর কথায়, ''পার্লারে যাওয়া যদি দোষের হয়, তাহলে আমি দোষী। আমার আরও একটা দোষ আমি অভিনেতা। আমার মুখটা সবাই চেনেন। কেউ জানতে চেয়েছেন স্পা এর মালিকের নাম কি? বাকীরা সেখানে কে কী অবস্থায় ছিল? সকলের আগ্রহের বিষয়বস্তু আমি কী অবস্থায় ছিলাম! আমি কোন সিরিয়াল করি? আমি তো সাধারণ একটা ছেলে, আমার এটাই কি অপরাধ যে আমি বাংলা সিনেমা, সিরিয়ালে অভিনয় করি!''

সৌগতর কথায়, ''আমি সরকারের কাছে, আইনের কাছে, সংবাদমাধ্যমের কাছে, সকলের কাছে সুবিচার চাইব। আপনারই প্রমাণ করুন। দর্শক আমায় ভালোবাসা দিয়েছেন এতবছর। অনুরোধ, এত তাড়াতাড়ি ছুঁড়ে ফেলে দেবেন না। এত তাড়াতাড়ি আমার উপর বিশ্বাস হারাবেন না। আমার বাবাও ভেঙে পড়েছেন। আমি একজন সাধারণ পরিবারের ছেলে। আমি লড়াই করব। আমি টিভি পর্দায় আপনাদের বিনোদন দেব, তবে আমার ব্যক্তিগত জীবন বিনোদনের বিষয়বস্তু হোক, এটা আমার পছন্দ নয়। আমি বারবার বলছি, সিসিটিভি ফুটেজটা দেখানো হোক।''

সেদিন ঠিক কী ঘটেছিল? সৌগত জানান, ''আমি একজন অভিনেতা, যদিও এই কদিনে আমায় অন্যভাবে চিনেছেন। তবে আমার বয়ান কিন্তু এখনও আমি আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। সেজন্য আমার Zee ২৪ ঘণ্টার পর্দায় আসা। পুজোর আগে সবাই যে ভাবনা যেকে পার্লারে যায়, তেমন ভেবেই আমিও পার্লারে গিয়েছিলাম। সেদিন আমার স্ত্রীরও আমার সঙ্গে যাওয়ার কথা ছিল। আমি আমার স্ত্রী মিলে ঠিক করি, ওই পার্লারটা গিয়ে দেখে আসব, সেটা কেমন। আমার স্ত্রীর কাজ পড়ে যাওয়ায় ও যেতে পারেনি। ও-ই আমায় বলে, দেখে আসতে। আমি ১০ অক্টোবর, শনিবার দুপুর ৩ টে নাগাদ সেখানে পৌঁছাই। আমি রিসেপশনে দাঁড়িয়েছিলাম। ১ মিনিটের মধ্যে ৫-৬জন লোক চলে আসে। বিভিন্ন মন্তব্য শুরু করে। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার ফোন নিয়ে নেওয়া হয়। তারপরে বলা হয়, যে তাঁরা তল্লাশী করতে এসেছেন।''

সৌগতর স্ত্রী, তথা অভিনত্রী নয়না বন্দ্যোপাধ্যায় Zee ২৪ ঘণ্টাকে বলেন, ''আমার নাম নয়না, দেখে এখন সকলেই চিনতে পারছেন, আমার এবং আমার স্বামীর ছবি নিয়ে অনেকেই খারাপ মন্তব্য করছেন। এভাবে এক পক্ষের কথা না শুনে একটু ভাবুন না...! আমার স্বামী যে স্পাতে গিয়েছিল, সেখানে সিসিটিভি ফুটেজ আছে, ও রিসেপশনে দাঁড়িয়ে কথা বলছিল, এটাই তার অপরাধ। আর একটা অপরাধ ওকে সবাই চেনে, কারণ ও অভিনয় করে। আমরা প্রমাণ করে ছাড়ব, আমার স্বামী এমন কোনও কাজই করেনি, যে তাঁকে নিয়ে এধরনের কথাবার্তা হবে।''

সৌগতর স্ত্রী, তথা অভিনত্রী নয়না বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ''আইনের উপর আমাপ পূর্ণ বিশ্বাস আছে, আমি খুব ভালো করে জানি, আমরা সুবিচার পাব। তাই যাঁরা আমাদের পাশে আছেন, আর যাঁরা নেই, সকলকেই বলছি, বিচার হতে দিন ফল দেখতে পাবেন। Zee ২৪ ঘণ্টার দর্শকদের আমরা বলতে চাই, আমরা এমন কোনও দোষ করিনি, যে আমাদের সম্পর্কে যে মন্তব্য উঠে আসছে, সেগুলো আমাদের সম্পর্কে আদৌ করা যায় না। দেখতে পাবেন।''

শনিবার টালিগঞ্জ থানা এলাকায় রাসবিহারী অ্যাভিনিউতে অবস্থিত 'ব্লজম থাই স্পা' -সেন্টারে তল্লাশি চালায় পুলিস। সেখানে মধুচক্র চলছিল বলে অভিযোগ। ওই দিন, ওই স্পা থেকেই গ্রেফতার হন অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য সৌগত জামিনে ছাড়া পান। আর জামিনে মুক্তির পরেই সৌগত দাবি করেছেন, তিনি নিরাপরাধ।

এছাড়াও ওই স্পা সেন্টারটির মালিক, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, খদ্দের সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৮ জন তরুণীকেও উদ্ধার করেছে পুলিস। তাঁদের সবাইকেই হোমে পাঠানো হয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link