বিয়ের প্রস্তাবে ফেরানোয় হামলা, ছুরি চালানোয় ক্ষতবিক্ষত অভিনেত্রীর পেট, হাত

Tue, 27 Oct 2020-3:56 pm,

বিয়ের প্রস্তাব ফেরানোয় আক্রমণ করা হল অভিনেত্রীকে। মুম্বইয়ের ভরসোভা থানা এলাকার ওই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। তলপেট এবং হাতে পরপর ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দেওয়া হয় অভিনেত্রী মালভি মালহোত্রাকে। 

সূত্রের খবর, সোমবার রাতে ভরসোভা এলাকার একটি ক্যাফে থেকে বের হচ্ছিলেন মালভি মালহোত্রা। ওই সময় একটি বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ায় তাঁর সামনে। গাড়ি থেকে নেমে আসা ব্যক্তির সঙ্গে কথা বলতে না চাইলে অভিনেত্রীর উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন যোগেশকুমার মহীপাল সিং নামে এক ব্যক্তি।  এরপরই তাঁকে পরপর আঘাত করা হয়

জানা যায়, মালভি মালহোত্রার সঙ্গে যোগেশকুমার মহীপাল সিংয়ের পরিচয় হয় বছরখানেক আগে। তারপর থেকে দুজনে কথা বলতে শুরু করেন। পরিচয়ের পর মালভিকে বিয়ের প্রস্তাব দেন যোগেশকুুমার। যা ফিরিয়ে দেন অভিনেত্রী। এরপর থেকেই দুজনের মধ্যে তিক্ততা বাড়তে শুরু করে। অভিনেত্রীর দাবি, মহীপাল সিংয়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠলেও তিনি কিছুতেই ওই ব্যক্তিকে বিয়ে করতে রাজি হননি 

সম্প্রতি দুবাইতে যান মালভি। দুবাই থেকে ফেরার পর মুম্বইয়ের ভরসোভা এলাকার ওই ক্যাফেতে হাজির হন অভিনেত্রী।  সোমবার রাত ৯টা নাগাদ ক্যাফে থেকে বের হতেই মালভির সামনে একটি বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ায়। প্রকাশ্য রাস্তায় মালভিকে বিয়ের প্রস্তাব দিলে মহীপালের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন অভিনেত্রী। এরপরই মালভির উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন ওই ব্যক্তি 

ওই ঘটনার পরপরই মালভিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই যোগেশকুমার মহীপাল সিং নামে ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। যদিও মালভির উপর আক্রমণের পরই সেখান থেকে পালিয়ে যান যোগেশকুমার মহীপাল সিং নামে ওই ব্যক্তি

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link