আপাতত ঘরেই শায়িত তাপস পালের নিথর দেহ, ১১টায় রবীন্দ্র সদনে শেষশ্রদ্ধা
আপাতত দক্ষিণ কলকাতার গলফ ক্লাব রোডের বাড়িতেই শায়িত অভিনেতা তাপস পালের নিথর দেহ। মিউজিক প্লেয়ারে বাজছে একের পর এক কালজয়ী গান।
প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে বাড়িতে ভিড় করেছেন অসংখ্য গুণমুগ্ধ ভক্ত ও আত্মীয়রা।
এখনও পর্যন্ত ঠিক রয়েছে, বেলা ১১টায় রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে অভিনেতার দেহ। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাবেন মানুষজন। আসতে পারে মুখ্যমন্ত্রীও।
বেলা তিনটে নাগাদ অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়তলা মহা শ্মশানে। সেখানেই সম্ভবত গান স্যালুটের মধ্যে দিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাপস পাল। স্নায়ুর চিকিত্সার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে থেকে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। তার আগেই সব শেষ।