দূরে কোথাও নয়, কাছেপিঠেই মধুচন্দ্রিমা Sourav-Twarita-র
কিছুদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ত্বরিতা চট্টোপাধ্যায়। বিয়ের পর এখন মধুচন্দ্রিমা কাটাচ্ছেন এই টেলি দম্পতি।
তবে দূরে কোথাও নয়, কাছেপিঠেই মধুচন্দ্রিমা কাটাচ্ছেন সৌরভ-ত্বরিতা। অভিনেত্রীর পোস্ট থেকে জানা যাচ্ছে তাঁরা বকখালিতে গিয়েছেন।
বকখালিতে গিয়ে সবুজ গাউনে হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি তুলে পোস্টও করছেন সৌরভ-ত্বরিতা।
বকখালিতে মধুচন্দ্রিমায় গিয়ে হাবি সৌরভের সঙ্গে রোম্যান্টিক মুহূর্তে ত্বরিতা।
প্রসঙ্গত, সৌরভ বন্দ্যোপাধ্যায় (Sourav Banerjee) হলেন তরুণ কুমার ও সুব্রতা দেবীর একমাত্র মেয়ে ঝিমলি বন্দ্যোপাধ্যায়ের ছেলে। সৌরভ বন্দ্যোপাধ্যায় (Sourav Banerjee)ও বর্তমানে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। বেশকিছু বাংলা ধারাবাহিকের পাশাপাশি দেবাশীষ সেন শর্মার ছবি 'বাইসাইকেল কিক'-এ অভিনয় করেছেন সৌরভ।
অন্যদিকে 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিকে অভিনয় করছেন ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita chatterjee)। ত্বরিতাকে 'রানী রাসমণি' ধারাবাহিকে সারদামায়ের ভূমিকায় দেখা যাচ্ছে।