Actress Car Accident: মর্মান্তিক! অভিনেত্রীর বেপরোয়া গাড়ি পিষে দিল শ্রমিককে, গুরুতর আহত আরও...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মারাঠি অভিনেত্রী উর্মিলা কোথারের গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ি দুই মেট্রো কর্মীকে ধাক্কা দেয়, যার ফলে একজন কর্মীর মৃত্যু হয় এবং অন্যজন গুরুতর আহত হয়।
ঘটনাটি ঘটে, গত রাতে মুম্বইয়ের কান্দিভালির পয়সার মেট্রো স্টেশনের কাছে। দুর্ঘটনায় অভিনেত্রী এবং তাঁর গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে সামতা নগর থানার পুলিস। ইতোমধ্যেই গাড়ির চালক গজানন পালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মৃত ব্যক্তির নাম স্মৃতিদাস জিতেন্দ্রদাস (২৪), গোরেগাঁও পশ্চিমের বাসিন্দা। অপর, যিনি আহত হয়েছেন বর্তমানে কুরারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী উর্মিলা শ্যুট সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় গাড়ির গতি দ্রুত থাকায়, চালক নিয়ন্ত্রণ হারায়। তখন মেট্রো সাইট পাইপ লাইনের কাজ করছিলেন শ্রমিকরা। আচমকা এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটায় ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়।
উভয় শ্রমিকই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং কাজের জন্য মুম্বই এসেছিলেন। তাদের ঠিকাদার গোরেগাঁও পশ্চিমে তাদের থাকার ব্যবস্থা করেছিল, যেখানে তারা থাকত। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৬(১) (অবহেলায় মৃত্যু ঘটায়) এর অধীনে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আরও জানা যায়, দুর্ঘটনার সময় এয়ারব্যাগ খুলে দেওয়ায় অভিনেত্রী এবং তাঁর চালক অল্পের জন্য রক্ষা পেয়েছেন।