আমফান বিধ্বস্ত শহর, ছেলে অমর্ত্যের সঙ্গে মিলে দুঃস্থদের মুখে খাবার তুলে দিচ্ছেন চৈতী ঘোষাল
ছেলে অমর্ত্যর সঙ্গে মিলে আমফান বিধ্বস্ত কলকাতায় দুঃস্থ মানুষজনের মুখে খাবার তুলে দিচ্ছেন অভিনেত্রী চৈতী ঘোষাল। (ছবি- চৈতী ঘোষালের ফেসবুক)
গত দুদিন ধরে গড়িয়াহাট ফ্লাইওভার, দেশপ্রিয় পার্ক, সাদার্ন অ্যাভিনিউ, টালিগঞ্জ থানা ও রাসবিহারী এলাকায় ঘুরে এভাবেই অভুক্তদের খাওয়াচ্ছেন অভিনেত্রী। (ছবি- চৈতী ঘোষালের ফেসবুক)
নিজেই রান্না করছেন, তারপর বেরিয়ে পড়ছেন মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। (ছবি- চৈতী ঘোষালের ফেসবুক)
অভিনেত্রীর এই উদ্যোগে তাঁর পাশে রয়েছে তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও। (ছবি- চৈতী ঘোষালের ফেসবুক)
চৈতী ঘোষাল ফেসবুকে লিখেছেন, ''আমফান আমাদের রাজ্যকে বিধ্বস্ত করে দিয়েছে। কত মানুষ ঘর হারিয়েছেন, তাঁদের খাদ্য ও বাসস্থান দরকার।'' (ছবি- চৈতী ঘোষালের ফেসবুক)
চৈতী ঘোষালের ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে, গত রবিবার থেকেই মানুষের মুখে অন্ন তুলে দিতে উদ্যোগী হয়েছেন তিনি ও তাঁর ছেলে অমর্ত্য। (ছবি- চৈতী ঘোষালের ফেসবুক)
দুদিন ধরে প্রায় ১০০ জন মানুষকে এভাবেই খাওয়াচ্ছেন অভিনেত্রী। (ছবি- চৈতী ঘোষালের ফেসবুক)
চৈতী ঘোষাল লিখেছেন, প্রয়োজনে গ্রামে গিয়েও অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেবেন তিনি। (ছবি- চৈতী ঘোষালের ফেসবুক)
এভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য অন্যান্য মানুষজনকেও এগিয়ে আসার বার্তা দিয়েছেন অভিনেত্রী। (ছবি- চৈতী ঘোষালের ফেসবুক)