Popular Actress-Singer Death: কনসার্ট বাতিল করে বাড়িতেই! বাথটব থেকে উদ্ধার জনপ্রিয় গায়িকার দেহ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫৪ বছর বয়সী জাপানি অভিনেত্রী-সঙ্গীতশিল্পী মিহো নাকায়ামা প্রয়াত। শুক্রবার ৬ ডিসেম্বর জাপানের রাজধানী টোকিওর ইবিসু জেলায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে মিহোর দেহ।
জানা গিয়েছে, ৬ ডিসেম্বর মিহোর ওসাকাতে কনসার্ট করার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেটি বাতিল করতে হয়।
সেদিনই তাঁর বাড়ির বাথটব থেকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
মিহোর এজেন্সি তাঁর ওয়েবসাইটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, আমরা তাঁর আকস্মিক মৃত্যুতে হতবাক। যদিও তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।
মিহো নাকায়ামা জাপানের সবচেয়ে বড় পপ তারকাদের মধ্যে একজন। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতশিল্পীও ছিলেন মিহো। ১৯৮০ ও ১৯৯০ এর দশকে গায়িকা হিসেবে জে-পপ'র সাফল্যের শীর্ষে ছিলেন তিনি।
১৯৯৫ সালে মুক্তি পাওয়া 'লাভ লেটার' সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে ব্যাপক সাড়া জাগান তিনি।