`দুদিন বিশ্রামে থাকব`, করোনার টিকা নিয়ে জানালেন Rachana
দেশের বিভিন্ন প্রান্তে চলছে করোনার টিকা করণ। এ রাজ্যেও সরকারি, বেসরকারি উদ্যোগে দেওয়া হচ্ছে করোনার টিকা। সম্প্রতি শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার টিকা নিলেন অভিনেত্রী তথা সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়।
তবে যাঁদের বয়স ৬০ এর বেশি তাঁদেরকেই এই টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁরাও টিকা নিতে পারছেন। তাই রচনা কীভাবে টিকা নেওয়ার সুযোগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের অনেকেই। যদিও এবিষয়ে সঠিক তথ্য জানতে অভিনেত্রীকে ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এদিকে রচনা ইনস্টাগ্রামে লিখেছেন, টিকা নেওয়ার পর তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। জ্বর ও মাথা ঘোরার সমস্যা রয়েছে, তাই তিনি ২ দিন বিশ্রামে থাকবেন।
প্রসঙ্গত, বি-টাউনে কমল হাসান, শিল্পা শিরোদকর সহ বহু তারকাকেই টিকা নিতে দেখা গিয়েছে। তবে এরাজ্যে এখনও তারকাদের টিকা নিতে দেখা যায়নি।
এ রাজ্য সহ গোটা দেশজুড়ে বহু তারকা ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বকেই করোনার ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে। ভ্যাকসিন নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ইতিমধ্যেই ভোটকর্মী, স্বাস্থ্যকর্মীদের করোনার টিকা নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালে বিনামূল্যেই মিলছে টিকা। বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের দাম সর্বোচ্চ ২৫০টাকায় বেঁধে দিয়েছে সরকার।