``আমার জীবন ধ্বংস করবে?`` রোশনের সঙ্গে কার্যত ভার্চুয়াল যুদ্ধে নামলেন শ্রাবন্তী!
২০১৮ সালে রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পঞ্জাবে গিয়ে ঘনিষ্ঠ এবং বন্ধুদের নিয়ে বসে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের বিয়ের আসর। পঞ্জাব থেকে বিয়ে সেরে ফেরার পর মধুচন্দ্রিমার জন্য উড়ে যান টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী। বিয়ের পর থেকে সবকিছু ভাল চললেও, ২০২০-র শেষ থেকে শ্রাবন্তী-রোশনের সংসারে যেন অশান্তির মেঘ ঘনিয়ে আসতে শুরু করে। শোনা যাচ্ছে, সম্প্রতি নাকি রোশনকে ছেড়ে আলাদা থাকছেন শ্রাবন্তী। দুজনের মধ্যে জোরদার মনোমালিন্য শুরু হয়েছে বলে খবর।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের মধ্যে অশান্তির খবর ছড়াতেই পেজ থ্রি-র পাতা সরগরম হয়ে ওঠে। বিষয়টি নিয়ে অভিনেত্রী মুখে কুলুপ আঁটলেও, রোশন নিজের সোশ্যাল হ্যান্ডেলে সোমবার রাতে একটি পোস্ট করেন। যেখানে একটি ছবি শেয়ার করে রোশন লেখেন, 'তুমি কি আমার জীবন ধ্বংস করতে রাজি?' যদিও নিজের ওই পোস্টটি শুধুমাত্র মজা করার জন্যই শেয়ার করেছেন বলে জানান রোশন সিং
নিজের সোশ্যাল হ্যান্ডেলে মজা করার জন্য পোস্ট শেয়ার করছেন বলে রোশন দাবি করলেও, বিষয়টিকে ভাল চোখে নেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রোশনের ওই পোস্টের পর তিনিও পালটা পোস্ট করেন। যেখানে তিনি বলেন, মনের দিক থেকে শক্তিশালী মহিলারা সাময়িকভাবে ভেঙে পড়লেও, তাঁরা আবার নতুন করে উঠে দাঁড়ান। ভাঙা টুকরোগুলিকে একত্র করে ফের নতুন করে গড়ে তোলেন
রোশন এবং শ্রাবন্তীর পরপর ওই পোস্ট দুটি প্রকাশ্যে আসার পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়। সম্পর্কে ভাঙনের জন্য একে অপরকে দায়ি করে দুজনের মধ্যে ভার্চুয়ালে যুদ্ধ শুরু হয়েছে বলে মনে করছে বিভিন্ন মহল
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তরফে জানা যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়েতেও অশান্তি শুরু হয়েছে। এমনকী রোশন, শ্রাবন্তী আলাদা থাকছেন বলেও জানা যায়। ওই খবর প্রকাশ্যে আসতেই জোর কদমে শোরগোল শুরু হয়ে যায়
প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণ ব্রজর সঙ্গে আইনি বিয়ে সারেন শ্রাবন্তী। কৃষ্ণ ব্রজর সঙ্গে আইনি বিচ্ছেদের পর রোশন সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায়