`মুছে ফেললেন` রোশনকে, তৃতীয় স্বামীর সঙ্গে বিবাদের মাঝে এবার কী করলেন শ্রাবন্তী!

Fri, 11 Dec 2020-2:51 pm,

২০১৮ সালে রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরিবার সদস্যদের হাজিরায় রোশনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। বিয়ের বেশ কয়েকদিন পর পঞ্জাবে অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আনেন অভিনেত্রী। ২০১৮ সালে বিয়ের পর মধুচন্দ্রিমায় বেরিয়েও একের পর এক ছবি শেয়ার করেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী 

শ্রাবন্তী-রোশনের বিয়ের পর ৩ বছর কাটতে না কাটতেই এবার যেন সুর কাটে অভিনেত্রীর জীবনে। বেশ কিছুদিন ধরেই রোশনের সঙ্গে আর এক ছাদের নীচে শ্রাবন্তী থাকছেন না বলে গুঞ্জন শুরু হয়। বিষয়টি নিয়ে শ্রাবন্তী প্রকাশ্যে মুখ না খুললেও, রোশন স্পষ্ট জানিয়ে দেন যে তাঁরা আর একসঙ্গে থাকছেন না। যে খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়ে যায়  

এসবের মাঝেই এবার বড়সড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন শ্রাবন্তী। রোশনের সঙ্গে বিবাদ শুরু হওয়ার পর প্রথমে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সিং পদবী সরিয়ে ফেলেন শ্রাবন্তী। সেই রেশ কাটতে না কাটতেই এবার নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে সরিয়ে ফেললেন রোশনের ছবি। নিজের প্রোফাইল পিকচার থেকে কভার প্রোফাইল, সব জায়গা থেকেই রোশনকে মুছে ফেলেন শ্রাবন্তী।

রোশনকে বাদ দিয়ে শ্রাবন্তী ফেসবুকের প্রোফাইল এবং কভার ফটোতে শুধু নিজের ছবি দেওয়ার পরই ফের জোর তরজা শুর হয় নেট জনতার একাংশের মাঝে। ফেসবুকে শ্রাবন্তীর একার ছবি দেখে অনেকেই তাঁর সমালোচনা করতে শুরু করেন। এমনকী তাঁকে ট্রোল করা হয় যথেচ্ছভাবে। শুধু তাই নয়, শ্রাবন্তীর একার ছবি দেখে নেট জনতার একাংশ অশ্লীল মন্তব্যের সীমা ছাড়িয়ে যান। যা প্রকাশ্যে আসার পরও অভিনেত্রী পালটা কোনও মন্তব্য করেননি

প্রসঙ্গত, শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে নতুন স্টেটাস দেন। যেখানে তিনি জানান, সোশ্যাল হ্যান্ডেলে তিনি যে মন্তব্য করেন, তা নিছক মজা করার জন্য। ওইসব স্টেটাস নিয়ে যেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কাটাছেঁড়া করতে না বসেন। তিনি অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাই এসব থেকে যেন তাঁকে রেয়াত করা হয় বলেও মন্তব্য করতে দেখা যায় রেশন সিংকে 

ব্যক্তিগত জীবনে যা-ই ঘটুক না কেন, শ্রাবন্তী ব্যস্ত নিজের কাজ নিয়ে। বর্তমানে ছবির পাশাপাশি একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের শ্য়ুটিংও করছেন অভিনেত্রী 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link