দুঃখের মাঝেও একটু খুশি, `দাদা` অধীরকে ফোটা দিলেন `বোন` রেণুকা
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/06/353148-fa6208ee-1ac6-4e0f-aace-ee89263f161c.jpg?im=FitAndFill=(500,286))
নিজস্ব প্রতিবেদন : অধীর চৌধুরীকে ফোঁটা দিলেন রেণুকা মাড্ডি। গত লোকসভা ভোটের দিন সন্তানকে হারিয়েও ‘দাদা’কে জেতাতে ভোট দিতে গিয়েছিলেন রেণুকা মাড্ডি।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/06/353147-a0c47fa8-7a51-4aff-988f-19345317e7fc.jpg?im=FitAndFill=(500,286))
সেই বোনের হাতেই এবারও ফোঁটা নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/06/353146-94bd0056-f0c2-4a49-8587-c693b822a2c4.jpg?im=FitAndFill=(500,286))
বহরমপুরের মাজদিয়াপুরের বাসিন্দা রেণুকা মাড্ডি ২০১৯-এর লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটের দিন মেজ ছেলে রজতকে হারান।
ছেলের দেহ নিয়ে হাসপাতালে পৌঁছন রেণুকা। দেহ ময়নাতদন্তের জন্য মর্গে যেতেই তিনি ভোট কেন্দ্রে চলে যান।
সেই রেনুকা মাড্ডির বাড়িতে গিয়েই এদিন ফোঁটা নেন অধীর চৌধুরী।
দাদাকে উপহারে ঘড়ি দেন রেনুকা মাড্ডি। অধীর চৌধুরীও বোনের হাতে উপহার হিসেবে শাড়ি তুলে দেন।