Adipurush: ভক্তদের কল্পনায় ধনুর্ধর `শ্রী রামচন্দ্র` Prabhas

Thu, 22 Apr 2021-7:18 pm,

নিজস্ব প্রতিবেদন: 'আদিপুরুষ' (Adipurush) ছবিতে ঠিক কেমন হতে চলেছে 'রাম' অবতারে প্রভাসের লুক? রামনবমীর দিন সেই কৌতূহল অবসান করার ইঙ্গিত দিয়েছিল প্রযোজনা সংস্থা। কিন্তু প্রকাশ হয়নি লুক। হতাশ হয়েছেন অভিনেতার ভক্তরা।    

তবে নিরাশ হলেও প্রিয় অভিনেতাকে রামচন্দ্রের রূপে কল্পনার দৃষ্টিতে দেখে ফেলেছেন ভক্তরা। প্রযোজনা সংস্থা প্রকাশ না করলেও ভক্তরা ইতিমধ্যেই প্রভাসের 'পুরুষোত্তম শ্রী রামচন্দ্র'-র লুক প্রকাশ করেছেন তাঁরা। তা রীতিমতো ভাইরাল ইন্টারনেটে।   

শুধু কি 'ফ্যান মেড পোস্টার'? রাম নবমী উপলক্ষে ব্যানারও ঝুলিয়েছেন ভক্তরা। সেই ব্যানারে জ্বলজ্বল করছে 'রাম' প্রভাস।  

 

শিল্পী আবার তাঁর কল্পনা এঁকে ফেলেছেন রামরূপী প্রভাসকে। 

 

শুধু রাম নয়, পরশুরামের অবতারেও তেলুগু অভিনেতাকে দারুণ মানিয়েছে ফ্যানমেড পোস্টারে। 

রামায়ণের গল্পের ভিত্তিতে 'আদিপুরুষ' ছবির চিত্রনাট্য। এই ছবির পরিচালক 'তানহাজি দ্য আনসাং ওয়ারিয়র' খ্যাত ওম রউত। গতবছর ১৮ অগাস্ট ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছিল। 

ছবিতে রাম-জায়া সীতা কৃতী শ্যানন। আজ্ঞাবহ ভাই লক্ষ্মণের চরিত্রে সানি সিং। রাবণের ভূমিকায় অভিনয় করছেন সইফ আলি খান।      

ছবির জন্য বিশেষ দৈহিক গঠনের দরকার। সেজন্য প্রভাস ও সইফ প্রচণ্ড পরিশ্রম করছেন বলে জানিয়েছেন পরিচালক ওম রাউত।    

২০২২ সালের ১১ অগাস্ট সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়ার কথা 'আদিপুরুষ'-র। হিন্দি, তেলুগু, তামিল, মালায়লম ও কানাড়া ভাষায় মুক্তি পাবে ছবিটি।     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link