হে বন্ধু বিদায়! পৃথিবীর মায়া কাটিয়ে এবার চিরতরে সূর্যের পথে আদিত্য-এল১...

Soumitra Sen Wed, 20 Sep 2023-2:58 pm,

আদিত্য-এল১-এ সাতটি পেলোড রয়েছে। সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই পেলোড। করোনাল হিটিং, প্রি-ফ্লেয়ার এবং ফ্লেয়ার অ্যাক্টিভিটির মতো এই যন্ত্রগুলি মহাকাশের আবহাওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।

করোনা সূর্যের একেবারের বাইরের স্তর। সোলার করোনাকে ভালো ভাবে দেখবে ইসরোর সৌরযান আদিত্য এল-১।

সূর্যের সারফেস এবং তার উপরের স্তর করোনার মধ্যে তাপমাত্রার ফারাক বিস্তর। সারফেসের চেয়ে করোনার তাপমাত্রা অনেক-অনেক বেশি!

এই তাপমাত্রার তারতম্যও ঘটতে থাকে সবসময়। মুহূর্তে মুহূর্তে করোনার রং ও আকার বদলে যায়। 

সূর্যের করোনাকে দেখতে হলে সূর্যের প্রচণ্ড তেজের মোকাবিলা করতে হয়। 

সেটা খুব সহজ নয়। এজন্য সূর্যের কাছাকাছি যেতে হবে, বা সোলার অজারভেটরি থেকে চেষ্টা করতে হবে।

তবে আদিত্য-এল১ সূর্যের কাছে গিয়েই উঁকি মারবে সৌরসংসারে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link