Adult Stars: এক-একজন নীল মাঠের বিরাট প্লেয়ার, সবুজ ঘাসেও তাঁদের চূড়ান্ত অর্গাজম! জানেন কি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁরা নীল দুনিয়ার রাজা-রানি, তবে ফুটবল বলতে এক বাক্যে অজ্ঞান। জেনা জেমসন থেকে মিয়া খালিফারা বিদেশের কোন ক্লাবের জন্য গলা ফাটান? এই প্রতিবেদনে রইল তারই সন্ধান।
'কুইন অফ পর্ন' বলেই পরিচিত নীল দুনিয়ার রানি। সর্বকালের অন্যতম সেরা পর্নস্টারের প্রিয় দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফা ওয়েস্ট হ্যাম বলতে অজ্ঞান, এই ক্লাবের বিরাট সমর্থক এক সময়ে পর্নহাবের 'মোস্ট ওয়াচড অ্যাকট্রেস'
অনলি ফ্যানস মডেল ও পর্নস্টার অ্যাসট্রিড ওয়েট চেলসির একজন ডাই-হার্ড ফ্যান। প্রায় চলে যান মাঠে খেলা দেখেতে।
অনলি ফ্যানস মডেল এল ব্রুক ম্যাঞ্চেস্টার সিটির ভক্ত
অ্যাডাল্ট স্টার কেরন লি চান আবার প্রিমিয়র লিগে ফিরুক তাঁর পছন্দের ডার্বি কাউন্টি ফুটবল ক্লাব।
সাউদাম্পটন অ্যাকাডেমির গ্র্যাজুয়েট ড্যানি মাউন্টেন। অল্প বয়সেই চেলসি ও টটেনহ্যাম থেকে পান খেলার প্রস্তাব। কিন্তু ফুটবল নয় তিনি বেছে নেন পর্নের দুনিয়াই।