করোনার জন্য এবার বদলে গেল দেশের আইনজীবীদের পোশাক
করোনার জন্য এবার দেশের আইনজীবীদের পোশাকের ধরণই বদলে গেল। আইনজীবীদের জন্য নতুন ‘ড্রেস কোড’ জারি করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাদা শার্ট বা সাদা শাড়ি/ সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড পরতে হবে আইনজীবীদের। অর্থাৎ করোনা পরিস্থিতিতে কালো কোট পরতে হবে না।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ভার্চুয়াল কোর্ট চলাকালীন আইনজীবীদের আর কোট পরার প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আইনজীবীদের লম্বা কালো কোট বাড়িতে কাচা কঠিন কাজ। এদিকে এমন পরিস্থিতিতে প্রতিদিন ড্রাই ক্লিনিংয়ে কোট দেওয়া সম্ভব নয়। অন্যদিকে, চিকিত্সকরা বলেছেন, করোনা পরিস্থিতিতে বাড়তি সাবধানতার জন্য পোশাক নিয়মিত ধুতে হবে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আইনজীবীদের আবার সেই চেনা কালো কোটে দেখা যাবে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের স্বাস্থ্যের কথা ভেবেই সুপ্রিম কোর্ট এমন সিদ্ধান্ত নিয়েছে।