রশিদ খানের জীবনের সব থেকে খারাপ দিন! পাশে দাঁড়ালেন সচিন
মাতৃবিয়োগ। ছেলের জীবনে এর থেকে খারাপ দিন আর কী হতে পারে! আফগান স্পিনার রশিদ খান তাঁর মাকে হারালেন।
এর আগে ২০১৮ সালে বিগ ব্যাশ লিগে খেলার সময় রশিদ খান বাবাকে হারিয়েছিলেন। প্রয়াত বাবার প্রতি সম্মান জানাতে তিনি খেলা ছেড়ে বাড়ি যাননি। মা, ভাইরা তাঁকে খেলা চালিয়ে যেতে বলেছিল বলে জানিয়েছিলেন রশিদ।
মাতৃবিয়াগের খবর জানালেন রশিদ নিজেই। তিনি টুইটারে লিখলেন, আমার বাড়ি ছিল না। তুমিই আমার বাড়ি ছিলে মা। তুমি আমার আশ্রয় ছিলে। বিশ্বাস করতে পারছি না যে তুমি নেই। তোমাকে খুব মিস করব।
খারাপ সময় রশিদের পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকার। তিনি লিখলেন, যাঁরা আমাদের নিঃস্বার্থ ভালবাসে তাঁদের হারানোর যন্ত্রণা সহ্য করা কঠিন। তোমার মা নিশ্চয়ই তোমার খেলা দেখবে রশিদ। ওনার আত্মার শান্তি কামনা করি। তোমার পরিবাের প্রতি সমবেদনা রইল।
রশিদের আইপিএল ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ এমন খারাপ সময় তাঁর পাশে দাঁড়িয়েছে। টুইচ করে রশিদের প্রতি সমবেদনা জানিয়েছেন ঋদ্ধিমান সাহাও।