সাত বলে সাত ছক্কা! বোলারদের ধুয়ে দিলেন দুই আফগান
২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৭ রান। টি-২০ ক্রিকেটে হয়তো এটা তেমন বড় কিছু স্কোর নয়। তবে এই ম্যাচে আরও একখানা বড়সড় কাণ্ড ঘটল।
জিম্বাবোয়ে বনাম আফগানিস্তান ম্যাচে বোলারদের ধুয়ে দিলেন মহম্মদ নবি ও নাজিবুল্লাহ জারদান। ৩০ বলে ৬৯ রান করলেন জারদান।
১৮ বলে ৩৮ রান করলেন নবি। জারদান ও নবি মিলে সাত বলে পর পর সাতটি ছক্কা হাঁকালেন।
১৭ ওভারের পর পর চার বলে চারটি ছক্কা হাঁকালেন নবি। এর পর ১৮ নম্বর ওভারের পর পর তিন বলে তিনটি ছক্কা হাঁকান জারদান।
৪১ বলে ১০৭ রানের পার্টনারশিপ খেলে আফগানিস্তানের ইনিংস শক্ত ভিতে দাঁড় করিয়ে দিলেন নবি ও জারদান।