Taliban: বোরখা নয়, রঙিন পোশাকে প্রতিবাদী আফগান নারীরা
এটাই আমাদের সংস্কৃতি। অন্য কোনো পোশাক আফগান সংস্কৃতিকে চিত্রিত করেনা।
যারা আমাদের মুছে দিতে চায়, আমরা আমাদের সংস্কৃতিকে তাদের উপযোগী হতে দেব না।
আমার জীবনের রঙ কেড়ে নিতে পারবেনা কেউ। বোরখা নয় রঙিন পোশাক আমার অধিকার।
আমার ঐতিহ্যবাহী আফগান পোশাক আমার গর্ব। রঙিন পোশাক আমার অধিকার।
তালিবান ফতোয়া নয়। আমার ঐতিহ্যের অন্যতম পরিচয় আমার পোশাকের স্বাধীনতা।
তালিবান কেড়েছে পোশাক। তবুও চলবে লড়াই