Afghanistan: আমি প্রেসিডেন্ট থাকলে কাবুলে এমন ভয়ঙ্কর হামলা হতো না, মুখ খুললেন ট্রাম্প

Fri, 27 Aug 2021-9:37 pm,

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা একশো পেরিয়ে গিয়েছে। বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন মার্কিন মেরিন কমান্ডো। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, যারা মার্কিন নাগরিকদের প্রাণ নিয়েছে তাদের খুঁজে খুঁজে মারা হবে। পাশাপাশি এনিয়ে মুখ খুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশবাসীর উদ্দেশ্যে ট্রাম্প জানিয়েছেন, এই ধরনের ট্রাজেডি ঘটা উচিত নয়। এমন ভয়ঙ্কর ঘটনা ঘটত না যদি আমি প্রেসিডেন্ট থাকতাম।

বিস্ফোরণে নিহত মার্কিন নাগরিকদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে ট্রাম্প বলেন, ঐক্যবদ্ধ দেশ হিসেবে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র আজ শোকস্তব্ধ। বর্বর জঙ্গি আক্রমণে যেসব প্রাণ হারিয়েছেন তাদের জন্য গর্ব বোধ করে গোটা দেশ।

দেশের মানুষকে উদ্ধার করতে গিয়ে প্রাণ দিয়েছে আমাদের বীর সন্তানরা। ওরা আমেরিকার হিরো। দেশ ওদের সারা জীবন মনে রাখবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণে নিহত হন ১০৩ জন। আহত ১৫০ এর বেশি। এখনও পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তার মধ্য়ে ১২ জন মেরিন সেনা। 

প্রাথমিকভাবে ওই বিস্ফোরণ তালিবান ঘটিয়েছে বলে মনে করা হলেও, আইএস ওই হামলায় দায় স্বীকার করেছে। ফলে কাবুল দখল করলেও তালিবানের এখন মাথাব্যথা আইএস বা দায়েশ।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link