প্রথম টেস্ট জিতে পাকিস্তান-ইংল্যান্ডকে স্পর্শ করল আফগানিস্তান
দেরাদুনে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান।
আইসিসি-র টেস্ট স্ট্যাটাস পাওয়ার ৯ মাস পর সাফল্যের মুখ দেখল আফগানরা।
দ্বিতীয় আন্তর্জাতিক টেস্টেই জয়ের মুখ দেখল আফগানিস্তান। প্রথম টেস্টে ভারতের কাছে হেরেছিল তারা।
প্রথম টেস্টই জয়ের স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া। ১৮৭৭ সালে ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
আফগানিস্তানের আগে টেস্ট ইতিহাসে দ্বিতীয় টেস্টেই জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। ১৮৭৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়াকে হারায় ইংল্যান্ড।
দ্বিতীয় টেস্টেই জয়ের স্বাদ পায় পাকিস্তানও। ১৯৫২ সালে লক্ষ্ণৌতে ভারতকে হারায় পাকিস্তান।
ভারত প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় ২৫তম ম্যাচে। ১৯৫২ সালে চেন্নাইতে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম টেস্ট জেতে ভারত।