Afghanistan Opium Cultivation:বিশ্ববাজারে আফিমের দাম ঊর্ধ্বমুখী! লাভবান হতে পারে তালিবান
ক্ষমতায় আসার পর আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ করেছে তালিবান। আর এই ফতোয়ার পর থেকেই হু হু করে বিশ্ব বাজারে দাম বেড়েছে আফিম-গাঁজার।
কান্দাহার এবং আশেপাশের এলাকায় সবচেয়ে বেশি আফিম চাষ হয়।তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ একটি সংবাদিক সম্মেলনে উল্লেখ করেছিলেন যে তালেবান শাসনের অধীনে মাদক গ্রহণ করা যাবে না।
তালিবানি ফতোয়ার পরই আফিমের দাম প্রতি কেজি ৭০ ডলার থেকে ইতিমধ্য়েই ২০০ ডলার হয়ে গিয়েছে। বলা হচ্ছে এই লাভেরই লাভ তুলবে তালিবান।
এতদিন অবধি তালিবানরা সক্রিয়ভাবে এই ব্যবসার সবচেয়ে বড় অংশীদার ছিল৷ কর আদায় থেকে তাঁদের আয়ের বড় উৎস ছিল এই আফিম-গাঁজার ব্যবসা।
দেশটিতে প্রতি বছর প্রায় ৫-৬ হাজার টন আফিম উৎপাদন হয় বলে জানা গিয়েছে। তালিবান ক্ষমতা দখলের পর কাঁচা আফিমের দাম হঠাৎ করেই ৩ গুণ বেড়েছে।
আফগানিস্তানে কাঁচা আফিমের দাম কয়েক গুণ বেড়ে গেছে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।