বিপুল ছাঁটাইয়ের পর এবার বেতন পর্যন্ত বাড়াচ্ছে না এই টেক জায়ান্ট সংস্থা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমে ব্যাপক ছাঁটাই। তারপর এবার বেতন না বাড়ানোরও সিদ্ধান্ত নিল বিশ্বের অন্যতম বৃহত্তম টেক জায়ান্ট সংস্থা মাইক্রোসফট।
১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পর, এবার কোনও পূর্ণ সময়ের কর্মীর বেতন বাড়াচ্ছে না সত্য নাদেলার মাইক্রোসফট।
সংস্থা তরফে জানানো হয়েছে, চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত। তাই পূর্ণ সময়ের কর্মীদেরও বেতন বাড়ানো হচ্ছে না।
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, কোম্পানি এখন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের উপর জোর দিচ্ছে।
উল্লেখ্য, জানুয়ারিতেই ১০ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল মাইক্রোসফট।