করোনা উদ্বেগ সঙ্গে নিয়েই বাইশ গজে ফিরল ব্যাট-বলের লড়াই
১১৭ দিনের অপেক্ষার অবসান। অবশেষে বাইশ গজে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট।
করোনা উদ্বেগের মাঝেই সাউদাম্পটনে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের মধ্যে দিয়ে বিধি নিষেধ মেনে ক্রিকেট ফিরল।
তবে এদিন নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায় নি। বৃষ্টি কারণে দেরিতে হয় টস। স্বাভাবিকভাবেই প্রথম দিনের খেলাও শুরু হয় দেরিতেও।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টকে সমর্থন করে ক্রিকেটার থেকে আম্পায়ার ম্যাচ শুরুর আগে সকলেই হাঁটু মুড়ে বসেন এদিন।
দীর্ঘদিন পরে ক্রিকেটে ফিরে শুরু অবশ্য ভালো হয়নি ইংল্যান্ডের। দ্বিতীয় ওভারেই গ্যাব্রিয়েলের বলে সিবলে-র উইকেট হারায় ব্রিটিশরা।