Bhopal: ৪ দশক পার, ভোপাল দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য নিয়ে বড় পদক্ষেপ প্রশাসনের...

Rajat Mondal Thu, 02 Jan 2025-4:01 pm,

ভোপালের ৫০ জন পুলিস কর্মী কনটেইনার এসকট করছে। এক পুলিস কমিশনার বলেন, সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে রেখে বর্জ্য সরানো হচ্ছে। অতিরিক্ত পুলিস সুপারের একজন কর্মকর্তা বুধবার সন্ধ্যা থেকে বিষয়টি তদারকি করছেন।

দুর্ঘটনার থেকে বন্ধই পড়ে আছে কারখানাটি।  ৪০ বছর আগের গ্যাস দুর্ঘটনার ফল এখনও ভুগছে ভোপালের মানুষ। প্রজন্মের পর প্রজন্ম ধরে রয়ে গিয়েছে বিষাক্ত গ্যাসের প্রভাব। 

এর আগে একাধিক বার কারখানা চত্বর থেকে বিষাক্ত বর্জ্য সরানোর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাই কোর্ট। তবে এবার বর্জ্য নিরাপদে সরিয়ে ফেলার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রায় ২০০ কর্মী একসঙ্গে এই কাজ করছে এবং ৩০ মিনিট অন্তর অন্তর বর্জ্য পদার্থগুলিকে সরিয়ে ফেলা হচ্ছে।

অনেক নিরাপত্তার মধ্যে দিয়ে পিপিইকিট পড়ে ক্ষতিকারক বর্জ্যগুলিকে সরিয়ে ফেলার কাজ চলছে। 

ক্ষতিকারক বর্জ্যগুলিকে পিথমপুরের বদলে বিদেশে পাঠানোর দাবিতে আগামীকাল বন্ধের ডাক দিয়েছে ১০টিরও বেশি সংগঠন।

ইন্দোরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হসপিটালের ডাক্তাররা এই ক্ষতিকারক বর্জ্য নিষ্কাশনের পদ্ধতিকে নিয়ে প্রশ্ন তুলে একটি পিটিশন দিয়েছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link