LOC-তে বিস্ফোরণে পা খুইয়ে, আর্মি ব্লেড রানার আনন্দন এবার প্যারাঅলিম্পিকে পদক জয়ের লক্ষ্যে
২০০৮ সালে জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাঁ পা উড়ে গিয়েছিল আনন্দন গুনসেখরনের।
বাঁ পা হারিয়েও অসম্ভব মনের জোরকে সম্বল করে সামনের দিকে তাকিয়েছেন তিনি। আর তারপরেই নিজেকে ধীরে ধীরে করে তুলেছেন ব্লেড রানার।
৩২ বছর বয়সী আনন্দন চিনের উহানে ওয়ার্ল্ড মিলিয়ারি গেমসে ১০০, ২০০ এবং ৪০০ মিটার দৌড়ে সোনা জিতে নিয়েছেন।
ওয়ার্ল্ড মিলিয়ারি গেমসে সোনা জেতার পর এবার ২০২০ সালে টোকিও প্যারাঅলিম্পিকে অংশ নিতে চান আনন্দন।
টোকিও প্যারাঅলিম্পিকের জন্য ২০২০ সালে মে মাসে ২০০ মিটারের ট্রায়ালে নামবেন তিনি।