শক্তি বৃদ্ধি করছে `অর্ণব`, কবে কোন উপকূলে আছড়ে পড়বে?
নিজস্ব প্রতিবেদন: একের পর এক ঘূর্ণিঝড়। বুরেভির পর এবার অর্ণব সাইক্লোন। টাইম অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, তামিল নাড়ুতে আছড়ে পড়তে পারে অর্ণব।
তবে এর গতিপথ ও শক্তি সম্পর্কে এখনও তেমন কোনও বার্তা দেয়নি আবহাওয়া দফতর। তবে এই ঝড়ের আগাম পূর্বাভাস, হাওয়া অফিস জানিয়েছে বলে উল্লেখ রয়েছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে।
জানা গিয়েছে, ঝড়ের এই নাম বাংলাদেশের দেওয়া। ১৩ টি দেশ মিলিয়ে আগামী ঝড়ের ১৬৯টি নাম ঠিক করেছে। যার মধ্যে রয়েছে অর্ণব সাইক্লোন।
ওমান, মায়ানমার, ইরান, পাকিস্তান, কাতার এবং সৌদি আরব, ভারত, বাংলাদেশ সহ মোট ১৩ টি দেশ এশিয়া মহাদেশের আগামী ঝড়ের নাম ঠিক করেছে।
প্রসঙ্গত, শীত চলে এসেছে বঙ্গে। কিন্তু, সেই সুখ উত্তরবঙ্গ পেলেও দক্ষিণবঙ্গের সৌভাগ্য হয়নি। কারণ, বাধা হয়ে দাঁড়িয়েছে একের পর এক নিম্নচাপ।