বনবাস কাটিয়ে অযোধ্যায় ফিরল রাম, দীপাবলিতে আলোয় আলোয় সাজল যোগীর রাজ্য
নিজস্ব প্রতিবেদন: চলছে ফিনিশিং টাচ। দিনরাত এক করে কাজ করে চলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আট হাজার পড়ুয়া।
কনের সাজে সেজে উঠছে অযোধ্যার রামমন্দির। টার্গেট স্থির।
দিওয়ালির দিন রাম জন্মভূমিতে জ্বালাতে হবে সাড়ে পাঁচ লক্ষ প্রদীপ।
যোগী সরকারের মন্ত্রীরা বলছেন, গত পাঁচশ বছরের ইতিহাসকে তাক লাগিয়ে দেবে অযোধ্যার এবারের দীপোত্সব।
আলোর রোশনাইয়ে ভেসে যাবে রাম জন্মভূমি। সাক্ষী থাকবেন যোগী আদিত্যনাথ নিজে।